Homepage Viral News Today

চীনের বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ মানবাধিকার সংস্থার

চীনের বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ মানবাধিকার সংস্থার

মসজিদ ধ্বংস করে, বন্ধ করে বা পুনর্নির্মাণ করে সেগুলো পাল্টে ফেলে চীন সরকার অন্য কাজে ব্যবহার করছে বলে নতুন এক প্রতিবেদনে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

তারা অভিযোগ করছে, চীন সে দেশে মুসলমানদের ধর্ম পালন থেকে বিরত রাখতে চাইছে। যেটিকে প্রতিবেদনে ‘পদ্ধতিগত প্রচেষ্টা’ বলে বর্ণনা করা হয়েছে। খবর বিবিসির

হিউম্যান রাইটস ওয়াচের ভারপ্রাপ্ত চীনা পরিচালক মায়া ওয়াং বলেন, 'চীনা সরকারের মসজিদ বন্ধ, ধ্বংস এবং পুনর্নির্মাণ দেশটিতে ইসলামের অনুশীলনকে রোধ করার একটি পদ্ধতিগত প্রচেষ্টার অংশ।'

প্রতিবেদনটিতে চীনের উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান প্রমাণ অনুসরণ করে করা হয়েছে। বেইজিং অবশ্য কোনো ধরনের নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছে।

চীনের অধিকাংশ মুসলমান জিনজিয়াং, চিংহাই, গানসু এবং নিংশিয়াসহ দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে বসবাস করে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরো বলা হয়, স্বায়ত্তশাসিত অঞ্চল নিংশিয়ার মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রাম লিয়াওকিয়াও এর ছয়টি মসজিদের মধ্যে তিনটির গম্বুজ ও মিনার ভেঙে ফেলা হয়েছে। বাকিগুলোর নামাজের প্রধান কক্ষ ধ্বংস করা হয়েছে।

চীনের বাসিন্দা আলেম হান্নাহ থিয়াকের বিবিসিকে বলেন, ২০২০ সাল থেকে নিংশিয়া অঞ্চলে প্রায় ১৩শ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। যা ওই অঞ্চলে মোট মসজিদের একতৃতীয়াংশ।

সূত্র: সমকাল

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন